চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহবায়ক ডা. শাহাদাত হোসেনের একান্ত সচিব মারুফুল হক চৌধুরী জামিনে মুক্তিলাভ করেছেন।
তিনি আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে দীর্ঘ দুই মাস কারাগারে থাকার পর মুক্তি পান।
বিগত ২৭ শে মার্চ চট্টগ্রাম মহানগর বিএনপির কর্মসূচি চলাকালে পুলিশ অতর্কিত হামলা চালিয়ে ডা. শাহাদাত হোসেন ও মারুফুল হক চৌধুরি সহ ১৭ জন নেতাকর্মীকে গ্রেফতার করে।