সেরা মাদক উদ্ধারকারী কর্মকর্তার সম্মাননা পেল গোলাম কিবরিয়া

প্রতিনিধি : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়মিত চেকপোস্ট বসিয়ে সর্বোচ্চ মাদক ও ইয়াবা উদ্ধারে বিশেষ অবদান রাখায় লোহাগাড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়াকে রেঞ্জ সেরা মাদক উদ্ধারকারী কর্মকর্তা হিসেবে নির্বাচিত করে সম্মাননা প্রদান করেছেন চট্টগ্রাম রেঞ্জ পুলিশ। ২৫ মে (মঙ্গলবার) সকালে নগরীর খুলশীস্থ চট্টগ্রাম রেঞ্জ পুলিশের কনফারেন্স হলে অনুষ্ঠিত মাসিক সভায় গোলাম কিবরিয়ার হাতে আনুষ্টানিকভাবে রেঞ্জ সেরা মাদক উদ্ধারকারী কর্মকর্তার সম্মাননা তুলে দেন চট্টগ্রাম রেঞ্জ পুলিশের উপ- মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মো : আনোয়ার হোসেন বিপিএম (বার), পিপিএম (বার)। রেঞ্জ পুলিশের সেরা মাদক উদ্ধারকারী কর্মকর্তা নির্বাচিত হওয়া এবং সম্মাননা অর্জনে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় উপ-পরিদর্শক(এসআই) গোলাম কিবরিয়া বলেন, মাদক উদ্ধার অনেক চ্যালেঞ্জিং একটি বিষয়। এ কাজ করতে গিয়ে একজন পুলিশ কর্মকর্তাকে অনেক হুমকি ও জীবনের চ্যালেঞ্জ মোকাবিলা করে ঠিকে থাকতে হয়। তারপরও এ কাজে নিজের প্রশান্তি ও আত্মতৃপ্তি লাগে যদি বিভাগের উচ্চ পর্যায় থেকে এসব চ্যালেঞ্জিং কাজের স্বীকৃতি পাওয়া যায়। আজ পুলিশ বিভাগ থেকে সেই স্বীকৃতিটুকু আমি পেয়েছি। এজন্য আমি সত্যিই গর্বিত এবং আনন্দিত। আমি এ কাজে আরো এগিয়ে যেতে আপনাদের সাংবাদিকদের সহযোগিতা চাই। সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাকারিয়া রহমান জিকু স্যার, লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ স্যার ও পুলিশ পরিদর্শক(তদন্ত) মো: রাশেদুল ইসলাম স্যারের সার্বক্ষণিক নির্দেশনা, মনিটরিং এবং আন্তরিকতার কারণেই আমি এ সফলতা অর্জন করতে পেরেছি। আমি স্যারদের নিকট কৃতজ্ঞ। এ সম্মাননা আমার পেশাগত জীবনকে আরো অনুপ্রাণিত করবে বলে আমি বিশ্বাস করি।