সকল ধর্মই সাম্য-মৈত্রী-শান্তির
জয়গান গেয়ে যায় – মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেন, প্রত্যেক ধর্মেই শান্তি, সাম্য ও অহিংসার বাণী ছড়িয়ে আছে। যখনই এই নীতি লঙ্ঘিত হবে তখনই প্রতিরোধ-প্রতিবাদ-দ্রোহ সূচিত হবে। তাই ১৯৭১ সালে এমনটিই হয়েছিল সকল ধর্ম ও মানবতার চেতনার প্রেরণায় মহান মুক্তিযুদ্ধে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সশস্ত্র প্রতিরোধে। আমরা এই যুদ্ধে বিজয়ী হয়েছি এবং আমরা স্বাধীন। এই স্বাধীনতা অর্জিত হয়েছে সকলের সম্মিলিত সহযোগে। তাই এদেশে বর্ণে-ধর্মে-শ্রেণীতে কোন ভেদাভেদ নেই। আছে সাম্য, মৈত্রী, সম্প্রীতি প্রতিষ্ঠার লড়াই। এ লড়াইয়ে আমাদের জিততেই হবে। তিনি আজ সোমবার বিকেলে বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে মত বিনিময় কালে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন।
প্রভাষক সুজন বড়ুয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন চসিক প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, প্রকৌশলী জয়সেন বড়ুয়া, দীপেন কান্তি চৌধুরী, সমিরণ কান্তি বড়ুয়া, এম. বোধিমিত্র থের প্রমুখ।