তথ্যমন্ত্রীর উদ্যোগে রাঙ্গুনিয়ার জন্য ফ্রিজার ভ্যান হস্তান্তর

তথ্য ও সম্প্রচার মন্ত্রী, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ নিজের নির্বাচনী এলাকা রাঙ্গুনিয়া ও আশপাশের উপজেলার মানুষের কল্যাণে মরদেহবাহী ফ্রিজার ভ্যান হস্তান্তর করেছেন। তথ্যমন্ত্রীর পারিবারিক দাতব্য প্রতিষ্ঠান এনএনকে ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রিজার ভ্যানটি রাঙ্গুনিয়া উপজেলা পরিষদে হস্তান্তর করা হয়

সোমবার (২৪ মে) দুপুরে ঢাকার সচিবালয় থেকে অনলাইনে যুক্ত হয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ রাঙ্গুনিয়া উপজেলা পরিষদে ফ্রিজার ভ্যানটি হস্তান্তর করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমানের সঞ্চালনায় রাঙ্গুনিয়া প্রান্তে হস্তান্তর অনুষ্ঠানে রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, পৌরসভার মেয়র শাহজাহান সিকদার, সহকারী কমিশনার (ভূমি) রাজিব চৌধুরী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব মিল্কি, ভাইস চেয়ারম্যান আয়েশা আকতারসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ড. হাছান মাহমুদ বলেন, রাঙ্গুনিয়াবাসীর জন্য এনএনকে ফাউন্ডেশনের পক্ষ থেকে কয়েক বছর আগে একটি এবং সরকারের পক্ষ থেকেও ৩ বছর আগে ১টি অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছিল। এ দুটি অ্যাম্বুলেন্সের মাধ্যমে রাঙ্গুনিয়াবাসী দিন-রাত সেবা পাচ্ছেন। আজ এনএনকে ফাউন্ডেশনের পক্ষ থেকে যে ফ্রিজার ভ্যান উপজেলা পরিষদকে হস্তান্তর করা হলো, সেটিও মরদেহ বহন ও সংরক্ষণের সংকট নিরসনে সহায়ক হবে বলে আমি আশা করি।

তিনি বলেন, রাঙ্গুনিয়াসহ আশপাশের উপজেলাগুলোর অনেকে প্রবাসে থেকে জীবিকা নির্বাহ করেন। সেখানে অনেকসময় দুর্ঘটনার শিকার হয়ে রেমিটেন্সযোদ্ধারা প্রাণ হারান। তাদের মরদেহ দেশে আনার পর অনেকসময় ফ্রিজার ভ্যানের অভাবে সমস্যায় পড়তে হয়। এধরনের মানবিক সহায়তায় শুধু রাঙ্গুনিয়া নয়, আশপাশের উপজেলাতেও ফ্রিজার ভ্যানটি সেবা দিতে পারবে।