লেদা সীমান্তে বড় ধরনের ইয়াবার চালানসহ আটক ৩

শামসু উদ্দীন টেকনাফ কক্সবাজার প্রতিনিধি:::

টেকনাফের লেদা সীমান্তে স্থানীয় এবং রোহিঙ্গা দূবৃর্ত্তদের সমন্বয়ে বড় ধরনের ইয়াবার চালান খালাস করে লুটপাটের ঘটনায় এলাকায় তোলপাড়ের সৃষ্টি হয়েছে। এই ঘটনার জেরধরে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবাসহ ৩জনকে আটক করেছে।
সুত্র জানায়, গত ২৩ মে রাত সাড়ে ৯টায় কক্সবাজার র‌্যাব-১৫ এর (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের চৌকষ একটি আভিযানিক দল মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সংবাদ পেয়ে জাফর মার্কেট সংলগ্ন মা মেডিকোর সামনে প্রধান সড়কে অভিযানে যায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে একটি শপিং ব্যাগসহ লেদা পূর্ব পাড়ার মৃত এয়াকুব আলীর পুত্র মোঃ হাছান (৫৫), হোয়াইক্যং ঝিমংখালীর নুরুল আলমের পুত্র মোঃ জসিম (৩০) এবং হ্নীলা পশ্চিম সিকদার পাড়ার মাঈনুদ্দিনের পুত্র মোঃ তারেক (২১) কে আটক করে। এই সময় শালবাগান ২৭নং রোহিঙ্গা ক্যাম্পের বশির আহমদের পুত্র মোঃ হাবিবুল্লাহ (৩০) পালিয়ে যায়। পরে স্বাক্ষীদের উপস্থিতিতে শপিং ব্যাগটি তল্লাশী চালিয়ে ৩০হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
কক্সবাজার র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি আব্দুল্লাহ মোঃ শেখ সাদী নিশ্চিত করে জানান, জব্দকৃত ইয়াবাসহ ধৃত মাদককারবারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।
এদিকে স্থানীয় সুত্রে জানা যায়,গত ২২মে বাদে মাগরিব লেদা ছ্যুরিখালের মাঝখান ধোয়াঘাটে মিয়ানমার ও স্থানীয়দের সমন্বয়ে গঠিত সিন্ডিকেট মাদকের একটি বড় ধরনের চালান হস্তান্তর করে। লেদা কুববাস পাড়া এবং পাশর্^বর্তী রোহিঙ্গা ক্যাম্পের চিহ্নিত ইয়াবা কারবারী, অস্ত্রধারী এবং ডাকাত সদস্যরা এই চালান এনে গায়েব করে ফেলে। যা নিয়ে এলাকায় তোলপাড়ের সৃষ্টি হয়। এরই সুত্রধরে মাদক বিরোধী অভিযান পরিচালনাকারী এবং আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা সক্রিয় হলে মাদক সিন্ডিকেট সদস্যরা গা ঢাকা দেয়।
স্থানীয় প্রভাবশালী,জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় অত্র এলাকার অপরাধীরা চরম বেপরোয়া হয়ে উঠেছে। যাদের অপকর্মে অনেক সাধারণ লোকজন হয়রানির সম্মুখীন হয় বলে অভিযোগ উঠেছে।