টিকিট ছাড়া কাউকে প্লাটফর্মেও ঢুকতে দেয়া হবে না: রেলমন্ত্রী

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন ফাঁকা রেখে ট্রেন চলাচল শুরু হয়েছে। করোনা সংক্রমণের কারণে কাউন্টারে টিকিট বিক্রি হবে না, সব কিছু অনলাইনে চলবে। টিকিট ছাড়া কাউকে প্লাটফর্মেও ঢুকতে দেয়া হবে না।

সোমবার সকালে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের ১০৮টি আন্তঃনগর ট্রেন আছে। ৫৬টি ট্রেন আজ থেকে চালু করা হয়েছে। পরিস্থিতি পর্যালোচনা করে আগামীতে আস্তে আস্তে এই সংখ্যা বাড়ানো হবে।

তিনি আরো বলেন, যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে ট্রেনে চলাচল নিশ্চিত করতে হবে। ভ্রমণ করতে গিয়ে কেউ যেন করোনার ঝুঁকিতে না পড়েন সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
এসময় রেলের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।