চট্টগ্রাম উত্তর বন্ধ বিভাগের ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার নারায়ণহাট সরকারি বনভূমি রক্ষা করতে নারায়ণহাট রেঞ্জের বিট কর্মকর্তা পল্লব কুমার সাহ ,রোববার ভোর ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গাছ কাটার খবর পেয়ে অভিযানে যায় নারায়নহাট বিট এর বিট কর্মকর্তা পল্লব কুমার সাহ(আহত), শহীদ হাসান (আহত), দোস্ত মোহাম্মদ ও স্থানীয় মোঃ শাহজান সহ চার জনের একটি দল।
এ সময় নারায়ণহাট বিটের চালতাতলী নামক স্থানে গাছ কাটার সময় এক আসামিকে আটক করতে সক্ষম হন বনকর্মীরা।আসামিকে নিয়ে ফেরার পথে অজ্ঞাত আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বন কর্মীদের ওপর হামলা চালিয়ে, আসামিকে ছিনিয়ে নিয়ে যায়।
এ সময় মাথায় কুপ লেগে গুরুতর আহত হন বিট কর্মকর্তা পল্লব সাহ ও হাতের একটি আংগুল আলাদা হয়ে যায় বনকর্মী শহীদ হাসান এর। এ ব্যাপারে ঘটনার সত্যতা নিশ্চিত করেন, নারায়ণহাট রেঞ্জ কর্মকর্তা সুরজিৎ চৌধুরী। পরবর্তীতে আহত বনকর্মীদের অবস্থা আশংকাজনক হওয়ায়, সকালে নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে পরে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।