কাটিরহাট উচ্চ বিদ্যালয় পরিদর্শনে সাবেক প্রধান বন সংরক্ষক সফিউল আলম

আজ ২২ মে ২০২১ শনিবার সকাল ১০ টায় বিদ্যালয়ের আজীবন দাতা, প্রাক্তন কৃৃতী শিক্ষার্থী ও প্রাক্তন প্রধান বন সংরক্ষক জনাব মোহাম্মদ সফিউল আলম চৌধুরী বিদ্যালয় পরিদর্শন করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিমুল কান্তি মহাজন সহ শিক্ষকবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন ।এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন অভিভাবক সদস্য জনাব মুহাম্মদ সোহরাব হোসাইন চৌধুরী ।
তিনি শৈশবের স্মৃতি বিজরিত প্রিয় শিক্ষাঙ্গন ঘুরে দেখেন। তাঁর অর্থায়নে নির্মিত দৃষ্টিনন্দন হুরে জাহান বেগম পাঠাগার, আলহাজ্ব দলিলুর রহমান চৌধুরী বিজ্ঞানাগার,সোলতান আহমদ চৌধুরী কম্পিউটার ল্যাব পরিদর্শন করেন।

সবশেষে প্রধান শিক্ষকের কার্যালয়ে শিক্ষকবৃন্দের সাথে মতবিনিময় করেন।মাধ্যমিক স্তরে শিক্ষা জীবনের মধুর স্মৃতি রোমন্থন করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাঁকে আজীবন দাতা সম্মাননা স্মারক ও শুভেচ্ছা সামগ্রী প্রদান করেন।
তিনি বিদ্যালয়ের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। ভবিষ্যতে বিদ্যালয়ের জন্য সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।