লিটল এশিয়ার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন

নগরীর বায়েজীদ এলাকায় পূর্ব নাসিরাবাদ হাউজিং সোসাইটির ১নং রোডে অবস্থিত দেশীয় ও আন্তঃদেশীয় ভোজন আস্বাদন ও আপ্যায়ন বিপনী লিটল এশিয়া প্রতিষ্ঠার দ্বিতীয় বর্ষপূর্তি এক আনন্দঘন পরিবেশে গতকাল সন্ধ্যায় রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়। এতে লিটল এশিয়ার পরিচালক বৃন্দ রেঁস্তোরার দেশীয় ও আন্তঃদেশীয় নতুন-নতুন খাদ্য রসের ডিস উপস্থাপনের উপযোগীতা তুলে ধরে তাঁরা উল্লেখ করেন, খাদ্য নিরাপত্তার বিধি-বিধা অনুযায়ী স্বাস্থ্য সম্মত খাদ্য পরিবেশনা রুচি ও মননের সংমিশ্রণে তৈরী, যার আস্বাদন গ্রহণে হৃদয়-মন পরিতৃপ্ত হয়। এই বৈশিষ্ট্য নিয়েই দ্বিতীয় বর্ষপূর্তি উদ্যাপনে আমরা সকলেই ধন্য হলাম এবং করোনার শুরু থেকে সম্মানিত গ্রাহকদের সন্তুষ্টিসহ ঘরে-ঘরে হোম ডেলিভারী পরিচালনা করে আসছি। অনুষ্ঠানে পরিচালক বৃন্দের মধ্যে বোরহানুল হাসান চৌধুরী, মাহমুদুর রেজা বাপ্পি, আবদুস সামাদ, তানমুন রেজা, ইফাজ খান এবং রেঁস্তোরার সকল স্তরেরর পরিবেশকগণ উপস্থিত ছিলেন।