করোনায় আরও ৩০ জনের মৃত্যু

    দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় তাঁরা মারা যান। এই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত আরও ১ হাজার ২৭২ রোগী শনাক্ত করা হয়েছে।

    স্বাস্থ্য অধিদপ্তর থেকে আজ মঙ্গলবার দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১২ হাজার ২১১। আর মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৮২ হাজার ১২৯। দেশে করোনায় গতকাল ৩২ ও গত পরশু ২৫ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল অধিদপ্তর।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ১৬ হাজার ৮৫৫টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ১ হাজার ২৭২ রোগী শনাক্ত করা হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৭ দশমিক ৫৫ শতাংশ।

    বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৫৯ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৫৬ শতাংশ।