ঢাকা ঢুকেছেন ৪ লাখ ১২ হাজার ৭৬৩ জন গ্রাহক

 লকডাউনে ঈদযাত্রায় ঢাকা ছেড়ে যাওয়া মোবাইল ফোন গ্রাহকরা ফিরতে শুরু করেছেন।

ঈদের পরদিন ১৫ মে ঢাকা ঢুকেছেন ৪ লাখ ১২ হাজার ৭৬৩ জন গ্রাহক।

এরমধ্যে গ্রামীণফোনের গ্রাহক রয়েছেন ২ লাখ ৭ হাজার ৭৯৬ জন, রবির ৬ হাজার ১৪৩ জন, বাংলালিংকের ১ লাখ ৫৮ হাজার ৪৯৬ জন এবং টেলিটকের ৪০ হাজার ৩২৮ জন ।

মোবাইল ফোন অপারেটরগুলোর দেয়া তথ্যে ন্যাশনাল টেলিকম মনিটরিং সেন্টারের (এনটিএমসি) এই গতিবিধি পর্যবেক্ষণ করছে।

এরআগে লকডাউনের মধ্যে ঈদযাত্রায় মাত্র ১২ দিনে চার মোবাইল ফোন অপারেটরের ১ কোটি ৬ লাখ ৪৫ হাজার ৬৯৭ জন গ্রাহক ঢাকার বাইরে গেছেন।

৪ মে হতে ১৫ মে পর্যন্ত সময়ে এসব গ্রাহকরা ঢাকা ছাড়েন।

যেখানে গ্রামীণফোনের গ্রাহক ছিলো ৬৬ লাখ ৩৯ হাজার ৪৯৫ জন, রবির ১৯ লাখ ৫০ হাজার ২৮০ জান, বাংলালিংকের ১৫ লাখ ৯৬ হাজার ৫৮৮ জন এবং টেলিটকের ৪ লাখ ৫৯ হাজার ৩৩৪ জন ।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, গ্রাহকদের এই মুভমেন্টের তথ্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে দেয়া হয় । করোনা প্রতিরোধ কার্যক্রমে এসব স্পেসিফিক ডেটা নানাভাবে কাজে লাগতে পারে।