জ‌মি‌তে কাজ করার সময় বন্য হা‌তির আক্রমণে মৃত্যু

রাঙ্গু‌নিয়ায় বন্য হা‌তির আক্রমণে জ‌মি‌তে কাজ করার সময় এক কৃষ‌কের মৃত্যু হয়েছে।

রোববার (১৬ মে) সকাল সা‌ড়ে ৮টার দিকে পদুয়া ইউ‌নিয়‌নের ত্রিপুরা সুন্দরী গ্রা‌মে এ ঘটনা ঘ‌টে।

ওই কৃষকের নাম কাজী আবুল হা‌শেম আবু (৬৫)।

নিহ‌তের ছে‌লে কাজী মো. মহ‌সিন ব‌লেন, সকা‌লে জ‌মি‌তে বাবা কাজ করার সময় ১০-১৫‌টি বন্য হা‌তির দল কাজী আবুল হা‌শেমকে আক্রমণ ক‌রে। শুঁড় দিয়ে আছড়ে মারায় তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতা‌লে নি‌য়ে গেলে কর্তব্যরত চি‌কিৎসক মৃত ঘোষণা ক‌রেন।

রাঙ্গু‌নিয়া থানার ওসি মাহাবুব মি‌ল্কি বলেন, বন্য হা‌তির আক্রমণে ওই কৃষ‌কের মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হ‌য়ে‌ছে।