সেই আকাশের স্বপ্ন পূরণে কাপ্তই ইউএনও’র প্রসংশনীয় উদ্যোগ

নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই। ১৪ বছর বয়সী শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী সেই আকাশের (ছদ্মনাম) স্বপ্ন পূরণে এগিয়ে এলেন কাপ্তাই উপজেলা ইউএনও মুনতাসির জাহান। আকাশকে নিয়ে ইউএনও’র ফেইজবুক পেইজে লেখার পর তা অনেকটা ভাইরাল হয়ে পড়ে। ফেইজবুকের পোষ্ট দেখে অনেকেই আকাশকে সহায়তা দিতে আগ্রহ দেখায়। সে ধারাবাহিকতায় পাশে দাঁড়ালেন নওগাঁ ৫ আসনের সাংসদ ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জনের এপিএস ও পার্লামেন্ট পিএ এসোসিয়েশনের সভাপতি কাপ্তাইয়ের চন্দ্রঘোনার সন্তান এম আর হোসাইন জহির। গত বৃহস্পতিবার(১৩ মে) বিকেলে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে দু’জন মহিলাসহ আসেন শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী আকাশ। তখন তারা আকাশের জন্য একটি হুইল চেয়ার চাইলেন, আকাশও সময় দেখার জন্য একটা ঘড়ি চায়। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহানের ব্যক্তিগত এবং উপজেলা প্রশাসনের ফেইসবুক পেইজ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকে আকাশকে সহায়তা করার জন্য আগ্রহ প্রকাশ করেন। অবশেষে গত শনিবার (১৫ মে) কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহানের উপস্থিতিতে তার দপ্তরের সামনে সেই আকাশের হাতে জহিরের দেওয়া হুইল চেয়ার তুলে দেওয়া হয়। এসময় এম আর হোসাইন জহির এবং তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এবিষয়ে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান জানান, আজ থেকে সে (আকাশ) আসমানের বিশালতা দেখতে পাবে। এতে আকাশের সাথে তিনিও ভীষণ খুশি। তার পরিবারের স্বপ্ন পূরণ হয়েছে। দিনমজুর বাবার ছেলে আকাশকে কথা দিয়েছিলাম ঈদের পরপরই একটা হুইল চেয়ারের ব্যবস্থা করে দিব। তিনি আরো বলেন, ফেসবুকে পোস্ট করার সাথে সাথেই তার মেসেঞ্জার, হোয়াটস এপে প্রচুর রেস্পন্স পেয়েছি। এরমধ্যে যার কথা না বললেই নয়, তিনি হলেন কাপ্তাইয়ের সন্তান জহির, তার ফেসবুকে পোস্টের কিছুক্ষনের মধ্যেই তাকে ফোনে অনুরোধ করেন যেন ওই প্রতিবন্ধীকে হুইল চেয়ার দান করার সুযোগটি তাকে দেওয়া হয়। ওইদিনই হুইল চেয়ারটি কাপ্তাইয়ে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। আকাশের জন্য ঈদের উপহারের চেয়ে বড় আর কি হতে পারে! আমাদের আশেপাশে এরকম অসংখ্য আকাশ রয়েছে। কেউ তাদের চাওয়া প্রকাশ করতে পারে,কেউ পারেনা। সকলের উচিৎ সমাজের এমন অবহেলিত মানুষগুলোর কল্যাণে এগিয়ে আসা।এটাই হবে জীবনের স্বার্থকতা। তিনি বলেেন, আকাশের নামে করা একাউন্টে প্রতিমাসেই অনলাইনে দেশের জনবান্ধব সরকার তার জন্য প্রতিবন্ধী ভাতা পাঠিয়ে দিচ্ছে।