ঈদের দিন চট্টগ্রাম অঞ্চলে বৃষ্টির প্রবণতা বেশি

আগামীকাল শুক্রবার পবিত্র ঈদুল ফিতর। আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে, ঈদের দিন চট্টগ্রাম অঞ্চলে বৃষ্টির প্রবণতা বেশি , ঢাকাসহ সারাদেশে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ঈদের আনন্দ বিঘ্নিত হওয়ার আশঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ ড. মো. আবদুল মান্নান গণমাধ্যমকে বলেন, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম অঞ্চলে বৃষ্টির প্রবণতা বেশি অন্যান্য জায়গায়ও বৃষ্টির প্রবণতা আছে। ছোট ছোট মেঘ থেকে এসব এলাকায় বৃষ্টি হচ্ছে। শুক্রবার তাপমাত্রাটা সহনীয় পর্যায়ে থাকতে পারে। তাপপ্রবাহের সম্ভাবনা নেই।