ঈদ সামনে রেখে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নানা কৌশলে রাতের আঁধারে, ভোরে নগর ছাড়ছে অন্য জেলার মানুষ। তাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিটি গেট এলাকায় নজরদারি বাড়িয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগ।
সোমবার (১০ মে) রাত থেকে শুরু করে মঙ্গলবার (১১ মে) সকাল পর্যন্ত দুই শতাধিক গাড়ি আটক করা হয়েছে বলে বাংলানিউজকে জানিয়েছেন সিএমপির ট্রাফিক বিভাগের (পশ্চিম) সহকারী কমিশনার মো. মমতাজ উদ্দিন।
তিনি জানান, সিএমপির ট্রাফিক (পশ্চিম) বিভাগের উপ-কমিশনার তারেক হোসেন স্যারের নেতৃত্বে করোনা মহামারির সংক্রমণ রোধ, দুর্ঘটনার ঝুঁকি কমাতে আন্তঃজেলা বাস, যাত্রীবোঝাই পণ্যবাহী গাড়ি আটক করা হচ্ছে সিটি গেটে। জনস্বার্থে আমাদের অমানবিক হতে হচ্ছে।
আটক গাড়ির মধ্যে বাস, হাইস, মাইক্রো ও প্রাইভেট কারসহ বিভিন্ন ধরনের রয়েছে।











