দ্বিতীয় ডোজ না পেয়ে ক্ষোভ শতাধিক মানুষের

রাজধানীর তেজগাঁও জাতীয় নাক কান গলা ইনস্টিটিউটের ভ্যাকসিন কেন্দ্রে করোনা টিকার দ্বিতীয় ডোজ না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শতাধিক টিকাপ্রার্থী। আজ সকালে নির্ধারিত তারিখে অনেকেই দ্বিতীয় ডোজ নিতে আসেন। ওই কেন্দ্রে এসে দেখেন, টিকা নেই। দীর্ঘসময় লাইনে দাঁড়িয়েও টিকা পাননি তারা। ৩০০ জনের বরাদ্দ ছিল তা শেষ হয়ে গেছে। এসময় তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। অনেকে মারমুখী হয়ে উঠেন। অনেকে হতাশ হয়ে ফিরে যান।
স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির পরিচালক শামসুল হক মানবজমিনকে জানান, টিকার সঙ্কট আছে।
ওই কেন্দ্রে বরাদ্দ শেষ হয়ে গেছে। যারা আজকে নিতে পারেননি তারা ভ্যাকসিন পাবেন। তাদের ম্যাসেজ দিয়ে পরে জানিয়ে দেয়া হবে।