চাকরির প্রলোভন দেখিয়ে ৩ তরুণীর সঙ্গে প্রতারণা, আটক ২

চাকরির প্রলোভন দেখিয়ে তিন তরুনীকে জিম্মি করে রাখার অভিযোগে দুই প্রতারককে আটক করেছে র‌্যাব-৭।

মঙ্গলবার (৪ মে) বিকালে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৭ এর সহকারী পরিচালক মো. নূরুল আবছার।

আটকৃতরা হলেন, মো. নুরুল আলম (৬০) ও মো. আমির (৪৫)।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক মো. নূরুল আবছার জানান, একটি সংঘবদ্ধ প্রতারকচক্র ব্রাহ্মনবাড়িয়া ও ভোলার তিনজন তরুণীকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এক বছর যাবত জোর পূর্বক পতিতাবৃত্তি করায়। সোমবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরের বন্দর থানার মাঝির পাড়া ফারুক কলোনী এলাকা থেকে দুইজনকে আটক ও তিন তরুণীকে উদ্ধার করা হয়।

তিনি জানান, আটককৃতরা জিজ্ঞাসাবাদে চাকরির প্রলোভন দেখিয়ে পতিতাবৃত্তির করানোর কথা স্বীকার করে। প্রতারক চক্রের বিরুদ্ধে বন্দর থানায় ‘২০১২ সালের মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে’ মামলা করা হয়েছে।