চাকসু নির্বাচনে নীতিমালা প্রণয়ন কমিটি গঠন

নিউজ ডেস্ক: চাকসু নির্বাচনের নীতিগত সিদ্ধান্তের পর এবার পাঁচ সদস্যের নীতিমালা রিভিউ কমিটি গঠন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন।

কমিটিতে বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. সফিউল আলমকে প্রধান করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- আইন অনুষদের ডিন অধ্যাপক ড. এবিএম আবু নোমান, লোক প্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক ড. আমীর মোহাম্মদ নসরুল্লাহ, সহকারী প্রক্টর ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক লিটন মিত্র।

এ ছাড়া নির্বাচনী পর্ষদ শাখার প্রধান মো. ইউসুফকে সদস্য সচিব করা হয়েছে।

গঠিত কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে ডাকসুর নীতিমালাসহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের নীতিমালা বিচার বিশ্লেষণ করতে বলা হয়েছে।

এর মাধ্যমে চাকসুর ৩০ বছরের পুরনো নীতিমালার সঙ্গে মিল রেখে যুগোপযোগী নীতিমালা প্রণয়নের সুপারিশ করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার চবি উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী এসব তথ্য জানান।

তিনি বলেন, চাকসু নির্বাচন সম্পন্ন করার প্রাথমিক ধাপ হিসেবেই এ কমিটি গঠন করা হয়েছে।

সর্বশেষ ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এর পর থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, সিনেট, সিন্ডিকেট, তৃতীয় ও চতুর্থ শ্রেণিসহ অন্যান্য নির্বাচন অত্যন্ত জমকালোভাবে অনুষ্ঠিত হলেও কেবল চাকসু নির্বাচনের বেলায় গড়িমসি পরিলক্ষিত হয়েছে।

সম্প্রতি ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর এবার তোড়জোড় শুরু হয়েছে চাকসু, রাকসু, জাকসুসহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের।