মীর হেলালসহ ৩০জনের নামে মামলা দেওয়ায় নগর যুবদলের তীব্র নিন্দা

ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সদস্য, জাতীয় নির্বাহী কমিটি – বিএনপি, সদস্য আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটি এবং সদস্য কেন্দ্রীয় আহবায়ক কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের আইনজীবী প্যানেলের অন্যতম সদস্য, জিয়াউর ফাউন্ডেশনের আজীবন সদস্য ও কেন্দ্রীয় সাংগঠনিক টিমের সদস্য এবং হাটহাজারী বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা দেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি এবং জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ।

নেতৃদ্বয় এক যৌথ বিবৃতিতে বলেন, সারাদেশ যখন বৈশ্বিক মহামারী করোনার ভয়াল থাবায় বির্পযস্ত ক্ষমতাসীন আওয়ামিলীগ বিরোধী দলমত দমনে ব্যস্ত। করোনার কারনে যেখানে বিএনপি’র সকল রাজনৈতিক কার্যক্রম বন্ধ এমন সময় হেফাজতে ইসলাম দমনের নামে বিএনপি নেতৃবৃন্দের নামে দেশের বিভিন্ন থানায় আজগবী মামলা দায়ের ও দেশব্যাপী গণগ্রেফতার আওয়ামী বাকশালী ডিজিটাল শাসনের নগ্ন উদাহরণ। গণতন্ত্রের নামে নব্য বাকশাল কায়েম করছে আওয়ামী লীগ সরকার।ক্ষমতাসীন দল রাজনৈতিক ভাবে দেউলিয়া হওয়ায় প্রশাসনের উপর ভর করে ক্ষমতা চিরস্থায়ী করতে মরিয়া। মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত গণতান্ত্রিক বাংলাদেশ আওয়ামী ফ্যাসিবাদ মুক্ত হবে অচিরেই।

নেতৃদ্ধয় ব্যারিস্টার মীর হেলাল সহ হাটহাজারী বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী যথাক্রমে আব্দুস শুক্কুর যুগ্ম আহবায়ক হাটহাজারী পৌরসভা বিএনপি, অহিদুল আলম পৌরসভা বিএনপি নেতা, সৈয়দ ইকবাল সহ সভাপতি চট্রগ্রাম উত্তর জেলা যুবদল, গিয়াস উদ্দিন চেয়ারম্যান সহ সভাপতি চট্রগ্রাম উত্তর জেলা সেচ্ছাসেবক দল, মনিরুল আলম জনি সাধারন সম্পাদক চট্রগ্রাম উত্তর জেলা ছাত্রদল, আব্দুল কাদের সহ সাধারন সম্পাদক চট্রগ্রাম উত্তরজেলা যুবদল, মির্জা এমদাদ আহবায়ক হাটহাজারী পৌরসভা যুবদল, নুরুল কবির তালুকদার সদস্য সচিব হাটহাজারী উপজেলা যুবদল,তকিবুল হাসান চৌধুরী তকি আহবায়ক হাটহাজারী উপজেলা ছাত্রদল, হেলাল উদ্দিন সদস্য সচিব হাটহাজারী পৌরসভা যুবদল, রেজাউল করিম পৌরসভা বিএনপি নেতা,কামরুদ্দিন নাহিদ, যুগ্ম আহবায়ক হাটহাজারী উপজেলা যুবদল, গিয়াস উদ্দিন মাহমুদ যুগ্ম আহবায়ক হাটহাজারী উপজেলা যুবদল, সাইফুল ইসলাম সহ সাংগঠনিক সম্পাদক চট্রগ্রাম উত্তর জেলা সেচ্ছাসেবক দল, আকরাম উদ্দিন পাভেল, সাবেক ছাত্রদল নেতা, পারভেজ যুবদল নেতা, হাটহাজারী পৌরসভা যুবদল, রেজাউল করিম পৌরসভা বিএনপি নেতা, ইলিয়াস মেহেদী পৌরসভা সেচ্ছাসেবক দল নেতা, বাবু সালাম যুগ্ম আহবায়ক হাটহাজারী উপজেলা ছাত্রদল, এমদাদ যুবনেতা, মোঃ আছহাব উদ্দিন রুবেল যুবনেতা ও মোঃ মুন্না পৌরসভা সেচ্ছাসেবক দল নেতা এবং জুনায়েদ ইভান সেচ্ছাসেবক দল নেতার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের আহবান জানান। দেশ ও জাতীর বৃহত্তর স্বার্থে পুলিশ প্রশাসনকে নিরপেক্ষ ভাবে রাষ্ট্রীয় দায়িত্বপালনের অনুরোধ জানান।