ফটিকছড়ি ছাদেক নগর বাগিছা একতা সংঘের উপহার সামগ্রী বিতরণ

ফটিকছড়ি ছাদেক নগর বাগিছা একতা সংঘের উদ্যোগে বাগিছা এলাকায় মধ্যবিত্ত ও অসচ্ছল পরিবারের মাঝে ২৬ এপ্রিল ক্লাবের স্থায়ী কার্যলয়ে ইফতার ও উপহার সামগ্রী বিতরণ করা হয়। এসময় বাগিছা একতা সংঘের প্রধান উপদেষ্টা আলহাজ্ব আহমদ উল্লাহ বলেন, যারা গরিব ও সুবিধাবঞ্চিত দেশ ও সমাজে তাদেরই বেশি মর্যাদা পাওয়া উচিত। গরিবদের শ্রমে-ঘামে দেশ টিকে আছে। তাদের কারণে অর্থনীতি সচল থাকছে। তাই দরিদ্রদেরকে পেছনে ঠেলে দেয়ার সুযোগ নেই। বাগিছা একতা সংঘের প্রধান পৃষ্ঠপোষক এস এম আনোয়ার হোসেন বলেন, করোনা মহামারীর মত দুর্যোগের সময়ে বিত্তবানদেরকে গরিব দুস্থ মানুষের জীবনযাত্রার উন্নয়নে দুই হস্তকে প্রসারিত করতে হবে। এসময় উপস্থিত ছিলেন বাগিছা জামে মসজিদের মতোওয়াল্লী প্রবীণ মুরব্বী আলহাজ্ব আহমদ ছাপা, আলহাজ্ব নরুল হক, মোহাম্মদ মূছা, হাজী কুরবান আলী, মোহাম্মদ নুরুল হক সওদাগর, মোহাম্মদ রহিম মিস্ত্রি, মোহাম্মদ মিয়া, মোহাম্মদ সাহেদুল আলম, মোহাম্মদ নাসিম, মোহাম্মদ মান্নান ড্রাইভার, মোহাম্মদ হাসান, মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ ইলিয়াস, আবদুল্লাহ আল বাপ্পু, জানে আলম, আব্দুল্লাহ আল মামুন, মোহাম্মদ আরফাত, মোহাম্মদ মহিন, আব্দুল্লাহ আল ইমন, মোহাম্মদ তারেক, মোহাম্মদ সাকিব প্রমুখ। বক্তারা বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব। ইতোপূর্বে কয়েক ধাপে এলাকার অসহায় পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ফটিকছড়ি ছাদেক নগর বাগিছা একতা সংঘের পক্ষ থেকে দেওয়া হয়। করোনায় অসহায় মানুষের পাশে দাড়াতে এ ক্লাব মানবতার সেবক হয়ে কাজ করে যাচ্ছে। পর্যাক্রমে আমাদের কর্মকান্ড আরো বৃদ্ধি করা হবে। উল্লেখ্য, বাগিছা একতা ক্লাবের উদ্যোগে গত বছর ১০০ পরিবারের মাঝে ইফতার ও উপহার সামগ্রী বিতরণ, এলাকার বৃদ্ধদের মসজিদে যাতায়াত সুবিদার্থে রাস্তায় লাইটিং, অনেক মধ্যবিত্ত ব্যক্তিদের গোপনীয়তা রক্ষা করে চক্ষু চিকিৎসা সেবা এবং বিদেশগামীদের আর্থিক সহযোগিতা করা হয়েছে। শেষে দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে ইফতার ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।