‘আমরা দোষীদের শাস্তি চাই’

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল অনুষদের ওরাল ও ম্যাক্সিলো ফেসিয়াল সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. রাজন কর্মকারকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন তার মা খুকু রানী কর্মকার।

বৃহস্পতিবার সকালে নোয়াখালী জেনারেল হাসপাতালের সামনে বিএমএ ও ডেন্টাল সার্জন ফোরাম আয়োজিত মানববন্ধনে তিনি এ তথ্য জানান। এ সময় ছেলের হত্যাকারীদের শনাক্ত করে তাদের উপযুক্ত শাস্তির দাবি করেন খুকু রানী সরকার।

মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, ডা. রাজনের ছোট ভাই রাজিব কর্মকার, ডেন্টাল সার্জন ফোরামের সভাপতি ডা. বি.এল নাগ, নোয়াখালী বিএমএ’র পক্ষে ডা. মাহবুবুর রহমান, ডেন্টাল সার্জন ডা. সাজেদুল আলম, আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সভাপতি ডা. আবু নাছের, নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. মো. খলিল উল্যা প্রমুখ।

এ সময় রাজিব কর্মকার বলেন, আমার ভাইকে হত্যার পর মামলা তুলে নিতে হুমকি ও চাপ দেয়া হচ্ছে। আমরা দোষীদের শাস্তি চাই।