কমিউনিটি সেন্টার বন্ধ থাকায় ক্ষতিগ্রস্থ ৭০ জনকে ভালোবাসার থলে উপহার

বয় ও মসলা বাটার কাজে নিয়োজিত ৭০ জনকে ভালোবাসার থলে উপহার। প্রতিটি থলেতে ছিল চাল, ডাল, তেল, লবণ, পেঁয়াজ, ছোলা, চিনি, চিঁড়া মিলে ২০ কেজি নিত্যপণ্য। উপজেলা নির্বাহী কর্মকর্তার দফতরে রাখা থলে একে একে নিয়ে যান তারা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন জানান, এর আগে আমরা লকডাউনে কর্মহীন হয়ে পড়া পরিবহন শ্রমিকদের ভালোবাসার থলে উপহার দিয়েছিলাম। এবার স্থানীয় বিভিন্ন কমিউনিটি সেন্টারের বয় ও মসলা বাটার কাজে নিয়োজিত ৭০ জনকে ভালোবাসার থলে উপহার দিয়েছি। যাতে প্রায় ১০ দিনের খাবার রয়েছে।

তিনি জানান, কমিউনিটি সেন্টার বন্ধ থাকার কারণে বয় ও মসলা বাটার কাজে নিয়োজিত কর্মচারীরা কর্মহীন রয়েছেন। এর মধ্যে যারা দৈনিক বেতনের কর্মচারী ছিলেন তাদের এ সহায়তা দেওয়া হয়েছে। এ সব কর্মচারী কেবল কমিউনিটি সেন্টারে যেদিন অনুষ্ঠান থাকত সেদিনই দৈনিক বেতন পেতেন।