লোহাগাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা প্রত্যাহার

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু তাহেরকে প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন।

তাকে প্রত্যাহার করে ওই পদে অতিরিক্ত দায়িত্ব হিসেবে মীরসরাই উপজেলা নির্বাচন কর্মকর্তা রাকিবুজ্জামানকে নিয়োগ দেওয়া হয়েছে।

সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান বলেন, নির্বাচন কমিশন থেকে প্রত্যাহারের আদেশ পেয়েছি।

লোহাগাড়ায় এক লাখ ৯০ হাজার ৪৭২ জন ভোটার রয়েছেন। উপজেলায় ভোটকেন্দ্র রয়েছে ৬১টি।

দক্ষিণ চট্টগ্রামের ছয় উপজেলা সঙ্গে রোববার (২৪ মার্চ) লোহাগাড়া উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

সেখানে ৬১ জন প্রিসাইডিং, ৫০৯ জন সহকারি প্রিসাইডিং ও এক হাজার ১৮ জন পোলিং কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।