চট্টগ্রামের মুসলিম উচ্চ বিদ্যালয়ের ছাত্র সাইদুল ইসলাম শামীদকে অপহরণের ঘটনায় মো. জসিম (২৬) নামে অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের পর জসিম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
সোমবার (১৮ মার্চ) বিকেলে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন মুরাদের আদালতে জসিম স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বলে জানান কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।
এর আগে রোববার (১৭ মার্চ) দিবাগত রাতে বাকলিয়া থানার মাস্টারপুল খেজুরতলী এলাকা থেকে জসিমকে গ্রেফতার করা হয়। জসিম কুমিল্লা জেলার দেবিদ্বার মাইজপাড়া এলাকার রবিউল্লাহর ছেলে।
গত ২৪ জানুয়ারি সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে অপহরণের শিকার হন ষষ্ঠ শ্রেণির ছাত্র সাইফুল ইসলাম শামীদ। অপহরণকারীরা পরে তার ব্যবসায়ী বাবার কাছ থেকে ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
পরে পুলিশী তৎপরাতায় তিন ঘণ্টার মধ্যে উদ্ধার করা হয় শামিদকে। এই ঘটনার প্রায় ১২ দিন পর গত ৮ ফেব্রুয়ারি পুলিশ শামীদদের পারিবারিক গাড়ি চালক সাইফুল ইসলাম স্বপনকে তার এক সহযোগীসহ গ্রেফতার করে।