চট্টগ্রাম নগরীর হালিশহর থানার বড়পোল এলাকায় অভিযান চালিয়ে তিন জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৮ মার্চ) রাতে বড়পোল এলাকার বইল্লার কলোনির ‘আলমগীরের জুয়ার বোর্ডে’ এ অভিযান চালানো হয়।
গ্রেফতার তিনজন হলেন- মানিক (২৭), চাঁন মিয়া (৩০) ও শশী চন্দ্র নাথ (২৯)।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (ডবলমুরিং জোন) আশিকুর রহমান বলেন, ‘বড়পোল এলাকার বইল্লার কলোনির আলমগীরের জুয়ার বোর্ডে অভিযান চালিয়ে তিন জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। জুয়ার বোর্ড পুড়িয়ে দেওয়া হয়েছে।’
গ্রেফতার তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে বলে জানান আশিকুর রহমান।