কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী পালন ও জাতীয় শিশু দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় প্রধান শিক্ষক শামীম আরা বেগম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পরিচালনা কমিটির সদস্য ও ইউ.পি মেম্বার এম. সাইফুদ্দীন মানিক। বিশেষ অতিথি ছিলেন পরিচালনা কমিটির সদস্য নাছিমা আকতার, চরপাথরঘাটা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সালাহ্ উদ্দীন সাদ্দাম।
স্বেচ্ছাসেবকলীগ নেতা সোহেল আরমান, উপজেলা ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসাইন জনি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘বঙ্গবন্ধু বাঙালিদের যে দেশ দিয়ে গেছেন, তা আমাদের স্বপ্নের সোনার বাংলা। আমরা সকলে মিলে এদেশকে গড়ে তুলবো বিশ্বমানের।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সকারী শিক্ষক সুশমা কর, রুবি আক্তার,
অর্চনা রানী, খায়রুন নাহার, শিলপী রানী দে, রিক্তা চৌধুরী, নাহিন সুলতানা জলি, নিপা দাশ, রমা দাশ গুপ্তা, সুমি দত্ত, আরিফুল ইসলাম, আবুল কাশেম টিপু, শহিদুল ইসলাম, আসিবুল হাসান মুন্না।