নির্মাণাধীন দশতলা ভবন থেকে উদ্ধার করা ব্যাগে ৭-৮টি ককটেল

চান্দগাঁও থানার কালুরঘাট বেতারের সামনে বসুধা বিল্ডার্সের নির্মাণাধীন দশতলা ভবন থেকে উদ্ধার করা বোমাসদৃশ বস্তুর ব্যাগে ৭-৮টি ককটেল পাওয়া গেছে।

শুক্রবার (২৬ মার্চ) সকালে বোম ডিস্পোজাল ইউনিট এ ককটেলগুলো উদ্ধার করে বলে বাংলানিউজকে জানিয়েছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, বোম ডিস্পোজাল ইউনিট সকালে বোমাসদৃশ বস্তুর ব্যাগটি নিষ্ক্রিয় করতে যায়। সেখান থেকে ৭-৮টি ককটেল উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, এ ঘটনায় থানায় দুইটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার একজনকে আদালতে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে ওই ভবন ঘিরে রাখে পুলিশ। সেখান থেকে কয়েকশ মশাল জব্দ করা হয়। একজনকে আটক করা হয়।