অবৈধ শাহ সুফি ব্রিকস ম্যানুফাকচার্সকে উচ্ছেদ

চন্দনাইশ উপজেলায় সরকারি নির্দেশনা অমান্য করে গড়ে ওঠা ১টি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতর।

বুধবার (২৪ মার্চ) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চলে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী অভিযানে নেতৃত্ব দেন।

তিনি বলেন, অভিযানে চন্দনাইশ উপজেলার রওশনহাটের উত্তর পাশে আজমবাড়ি সড়কে অবস্থিত অবৈধ ইটভাটা শাহ সুফি ব্রিকস ম্যানুফাকচার্স (এসবিএম) কে উচ্ছেদ করা হয়।

তিনি আরও বলেন, ইটভাটাটিতে জেলা প্রশাসকের কার্যালয়ের লাইসেন্স, পরিবেশগত ছাড়পত্র, বন বিভাগের ছাড়পত্র ও বিএসটিআইয়ের মানপত্র কিছুই ছিলো না। কৃষি জমি ও পাহাড় থেকে মাটি নিয়ে ইট উৎপাদন করা হচ্ছিলো সেখানে।