মমতার নিরাপত্তা কর্মকর্তা বরখাস্ত, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে বদলি

তৃণমূল নেত্রী বন্দ্যোপাধ্যায়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা বিবেক সহায়কে বরখাস্ত করা হয়েছে। নির্বাচন কমিশন আজ রোববার দায়িত্বে গাফিলতির অভিযোগ এনে তাঁকে বরখাস্ত করে। বদলি করা হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারকে।

একই সঙ্গে গত বুধবার মমতার আহত হওয়ার ঘটনায় গাফিলতির অভিযোগ এনে পূর্ব মেদিনীপুর জেলার জেলা প্রশাসক বিভু গোয়েল এবং জেলা পুলিশ সুপার প্রবীণ প্রকাশকে বদলি করে নতুন জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার নিয়োগ করেছে নির্বাচন কমিশন। পাশাপাশি এ গাফিলতির ঘটনার সঙ্গে আর কারা জড়িত থাকতে পারেন, তা তদন্ত করে ১৭ মার্চের মধ্যে প্রতিবেদন দিতে বলেছে নির্বাচন কমিশন।

পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা আসনে গত বুধবার মনোনয়ন জমা দেন মমতা। ফেরার পথে গাড়ির দরজায় আঘাত লেগে আহত হন তিনি। পরে তাঁকে কলকাতায় পিজি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুদিন চিকিৎসা নিয়ে গত শুক্রবার হাসপাতাল থেকে ছাড়া পান মমতা। আহত হওয়ার পর আজ রোববার প্রথম নির্বাচনী প্রচারে নামেন মমতা।