মেসি জাদুতে উড়ে গেল লিওঁ, শেষ আটে বার্সা

ফরাসি ক্লাব লিওঁকে উড়িয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ আট নিশ্চিত করেছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। প্রথম লেগে ড্র করার পর বুধবার রাতে ঘরের মাঠে ৫-১ গোলের জয় তুলে নিয়েছে আর্নেস্তো ভালভার্দের দল। আর সেই জয়ে জোড়া গোল ও জোড়া এসিস্ট করে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি রেখেছেন জাদুকরী ভূমিকা।

ম্যাচের ১৭ মিনিটে স্পট কিক থেকে দলকে এগিয়ে দেন মেসি। দলের পক্ষে দ্বিতীয় গোলটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ফিলিপ কুতিনহো। ২-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বার্সেলোনা। ৫৮ মিনিটে লিওঁ’র লুকাস টুসার্ট গোল করে খেলায় ফেরার আশা জাগালেও তাদের সেই স্বপ্ন পূরণ হয়নি।

৭৮ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে লিওনেল মেসি। ক্লাব ফুটবলের ইউরোপ সেরা প্রতিযোগিতায় এবারের আসরে মেসির এটি অষ্টম ও সব মিলিয়ে ১০৮তম গোল। দল এগিয়ে যায় ৩-১ ব্যবধানে। পরে ৮১ ও ৮৬ মিনিটে পিকে ও দেম্বেলের গোলে জয় নিশ্চিত হয় লা লিগা চ্যাম্পিয়নদের। বাকি সময়টুকু হতাশা ছাড়া আর কিছুই পায়নি লিওঁ।

এই জয়ের ফলে চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে টানা ৩০ ম্যাচ অপরাজিত বার্সেলোনা।