চট্টগ্রামের হাটহাজারীতে ইয়াবা সেবন ও বিক্রির অভিযোগে রুবেল (২৯) নামের একজনকে ১ মাসের কারাদন্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন।
আজ মঙ্গলবার (১২ মার্চ) সকালে এ কারাদন্ড প্রদান করা হয়।
দন্ডপ্রাপ্ত রুবেল উপজেলার ফতেপুর ইউনিয়নের সোনা মিয়া কোম্পানির পুরাতন বাড়ির আবু সুফিয়ান বাবুলের ছেলে।
জানা যায়, দন্ডপ্রাপ্ত রুবেল দীর্ঘদিন ধরে ইয়াবা সেবন ও বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সকালে পুলিশের সহযোগিতায় তাকে আটক করা হয়।
এ সময় তার কাছে ৭ পিস ইয়াবা পাওয়া যায়। পরে তার স্বীকারোক্তিনুযায়ী ভ্রাম্যমান আদালতে তাকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেন ইউএনও রুহুল আমিন।












