সৈয়দ ফয়জুল ইসলাম ফরহাদাবাদী (ক) বার্ষিক ওরশ উপলক্ষে শিক্ষা উপকরণ বিতরণ

চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার ফরহাদাবাদে হযরত মুফতিয়ে আজম আল্লামা সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী(ক) এর একমাত্র পুত্র গাউছে জামান আল্লামা সৈয়দ ফয়জুল ইসলাম ফরহাদাবাদী(ক) এর ৩২ তম বার্ষিক ওরশ শরীফ আনজুমানে গাউছিয়া আমিনিয়া ফয়জিয়া (আজিজিয়া) কেন্দ্রীয় পরিষদের ব্যবস্থাপনায় ফরহাদাবাদ দরবার শরীফে অনুষ্ঠিত হয়েছে। বার্ষিক ওরশ শরীফ আজ ৫ ফেব্রুয়ারী শুক্রবার আনজুমানে গাউছিয়া আমিনিয়া ফয়জিয়া (আজিজিয়া) কেন্দ্রীয় পরিষদের ব্যবস্থাপনায় ফরহাদাবাদ দরবার শরীফে মহাসমারোহে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ফরহাদাবাদ দরবার শরীফ প্রাঙ্গণে এক আলোচনা সভা ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। সাজ্জাদান শীন ফরহাদাবাদ দরবার শরিফ এর সভাপতি আঞ্জুমানে গাউছিয় আমিনিয়া ফয়জিয়া আজিজিয়া শাহ সূফী সৈয়দ আজিজুল হক ফরহাদাবাদী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামাতা ও খলিফা ফরহাদাবাদ দরবার শরিফ’র শাহ সূফী সৈয়দ শফিউল বারী। কাটিরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মুহাম্মদ নইম উদ্দিন রিকুর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কোরানিয়া মাদ্রাসা সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব খায়রুল হক,অতিরিক্ত জেলা ও দায়রা জজ নোয়াখালি শাহজাদা সৈয়দ ফকরুল আবেদিন রায়হান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র আল কোরআন থেকে তেলাওয়াত করেন মুহাম্মদ ফোরকান আলী। বক্তারা বলেন, আজকের শিশু তোমরা আগামী দিনের ভবিষ্যৎ ও দেশের কর্ণধার হবে তোমরা ভালকরে লেখাপড়া শিখে সুনাগরিক হবে ও ভাল মানুষ হবে এবং দেশকে এগিয়ে নেওয়ার জন্য ভূমিকা রাখবে। তাদেরকে আরও উৎসাহিত করার জন্য আরও আনন্দ দেওয়ার জন্য অতিরিক্ত জেলা ও দায়রা জজ নোয়াখালী শাহজাদা সৈয়দ ফকরুল আবেদিন রায়হান এই শিক্ষা উপকরণ বিতরণ করেন।