চবির সাবেক রেজিস্ট্রার প্রফেসর ড. কামরুল হুদা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন
চবির উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রফেসর, চবির ১৮ তম রেজিস্ট্রার, দেশবরেণ্য অর্কিড গবেষক, গুনী উদ্ভিদ বিজ্ঞানী ড. কামরুল হুদা ঢাকার কল্যাণপুরে বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ড. কামরুল হুদা আজ শুক্রবার (৫ ফেব্রুয়ারি) রাত ১০ টার সময় ঢাকার একটি হাসপাতালে স্ট্রোক জনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে নিশ্চিত করেছেন এনটিভির সিনিয়র রিপোর্টার আরিছ শাহ।
তিনি মা, স্ত্রী, ১ ছেলে, ১ মেয়েসহ অনেক আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
গত ২৭ জানুয়ারি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন অধ্যাপক ড. কামরুল হুদা। এরপর তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকের পরামর্শে তাকে ঢাকায় নিয়ে যান স্বজনেরা।
অধ্যাপক ড. কামরুল হুদা ২০১৫ সালের ২৭ জুন চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পান। পরদিন ২৮ জুন ওই পদে যোগদান করেন তিনি।