ইতালিয়ান লিগ সিরি আ জয় পেয়েছে ইউভেন্টাস।
উদিনেসকে তারা হারিয়েছে ৪-১ গোলে। দলের হয়ে জোড়া গোল করেছেন ইতালিয়ান ফরোয়ার্ড মইসে কিয়েন। এ জয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থাকা নাপোলির চেয়ে ১৯ পয়েন্ট এগিয়ে গেল তারা।
পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো আর আর্জেন্টাইন স্ট্রাইকার পাওলো দিবালাকে ছাড়াই এদিন মাঠে নামে ইউভেন্টাস। মাত্র ১১ মিনিটে মইসো কিয়েনের গোলে লিড পায় তারা।
বিরতির আগে কিয়েন নিজের জোড়া গোলের সাথে দলের স্কোর লাইনও দ্বিগুণ করেন।
দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক খেলা চালিয়ে যায় অ্যালেগ্রির শিষ্যরা। ৬৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন এমরে ক্যান। এর ৪ মিনিট পর ইউভেন্টাসের চতুর্থ আর শেষ গোলটি করেন ব্লেইস মাতুইদি।
ম্যাচ শেষের খানিকটা আগে উদিনেস স্ট্রাইকার লাসাগনা একটি গোল শোধ করেন। ৪-১ গোলের এ জয়ে ২৭ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান আরো দৃঢ় করলো ইউভেন্টাস।