কাপ্তাইয়ে ক্ষুদে বিজ্ঞানীদের পুরষ্কার বিতরণ

কাপ্তাই প্রতিনিধি:
“বিজ্ঞান ও প্রযুক্তি অগ্রগতির মূল শক্তি” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারা দেশের ন্যায় ৪০ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ পালন উপলক্ষে কাপ্তাইয়ে বিজ্ঞান মেলা এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড গত বৃহস্পতিবার (৭ই মার্চ) সম্পন্ন হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে মেলার সমাপনি দিনে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার আশ্রাফ আহমেদ রাসেল। মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির অাহমেদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দিলদার হোসেন। এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা আ’লীগের সভাপতি অংসুছাইন চৌধুরী, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ফজলে রাব্বি,কাপ্তাই সুইডেন পলিটেকনিক ইনষ্টিটিউটের শিক্ষক প্রতিনিধি আবদুল মান্নান। বিজ্ঞান মেলায় ১২ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৫ টি স্টলে ৭৪ জন ক্ষুদে বিজ্ঞানীর উদ্ভাবিত প্রযুক্তি প্রদর্শিত হয়।ক্ষুদে বিজ্ঞানীদের এসব প্রযুক্তি দেখে এর ভুয়সী প্রশংসা করেন অতিথিবৃন্দ। পরে মেলায় অংশ গ্রহণকারী বিজয়ী ক্ষুদে বিজ্ঞানীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।