সাময়িক স্বস্তি শিকাগোতে

করোনা নিয়ে লড়ছে গোটা বিশ্ব। সেখানে প্রতিটি দেশই নিজেদের মত করে টিকা আবিস্কার করেছে। যে সমস্ত দেশ টিকা আবিস্কার করতে পারেনি। তারা অন্য দেশ থেকে টিকা কিনে নিয়ে তাদের নিজেদের দেশের মানুষদের দিয়েছে। টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুসারে, নোভাভ্যাক্স শিকাগোতে অনেকটাই তার প্রভাব বিস্তার করেছে। তাদের কর্মকর্তারা জানিয়েছেন, তাদের তৈরি টিকা প্রায় ৮৯ শতাংশ সফল হয়েছে। করোনায় তাদের দেশ যেভাবে ক্ষতির সামনে পড়েছিল সেখান থেকে তারা এবার বেরিয়ে আসার পথ পেয়েছে। প্রাথমিকভাবে এই টিকার মাধ্যমে তারা দেশবাসীকে সঠিকভাবে টিকাকরণ করতে চায়।
ফলে নোভাভ্যাক্স নিয়ে সেখানকার মানুষের ভীতি অনেকটাই দূর হয়েছে। অনেকেই মনে করেছিলেন, তারা এই টিকা নেবেন কিনা। টিকা নিলে তাদের দেহে নানা সমস্যা দেখা দেবে কিনা। তবে দেশের মানুষকে আশ্বস্ত করেছে সেখানকার সরকার। তারা একটি বিবৃতি জারি করে দেখিয়েছে যে, এই টিকা নিতে কারো কোনো অসুবিধা হওয়ার কথা নয়, দেশবাসী যেন মুক্তমনেই টিকাগ্রহণ করে। তবে যারা মনে করছেন তারা শারীরিকভাবে অসুস্থ তারা যেন টিকাগ্রহণ না করেন। চিকিৎসকের পরামর্শ মেনেই যেন তারা টিকাগ্রহণ করেন। শিকাগো শহরে যে হারে করোনা ছড়িয়ে পড়েছিল সেখান থেকে বেরিয়ে আসার এটাই সঠিক সময় বলে মনে করছে সেখানকার প্রশাসন। তবে যে সমস্ত মানুষদের দেহে এই টিকার বিপরীত প্রতিক্রিয়া ধরা পড়েছে তারা জানিয়েছে টিকা নেওয়ার পর তাদের পরিস্থিতির কথা। এবার তারা সকলেই হাসপাতালে ভর্তি। চিকিৎসকরা তাদের দেহ পরীক্ষা করে দেখছেন কোন পথে তাদের সারিয়ে তোলা যায়।