শফিউল আলম, রাউজান প্রতিনিধিঃ আগামী ১৪ মার্চ বৃহস্পতিবার স্বরাস্ট্র মন্ত্রী আসাদুজ্জমান খান কামাল রাউজানে আসছে । ঐ দিন স্বরাস্ট্র মন্ত্রী আসাদুজ্জমান খান কামাল রাউজান হাইওয়ে থানা , রাউজান থানা ভবন পরিদর্মন করবেন । রাউজান উপজেলা পরিষদ হলে উপজেলা পরিষদের সংবর্ধনা অনুষ্টানে বক্তব্য রাখবেন । পরে রাউজান একে এম ফজলুল কবির চৌধুরী অডিটেরিয়াম হলে মাদক বিরোধী সেমিনারে বক্তব্য রাখবেন । মাদক বিরোধী সেমিনারে বক্তব্য শেষে রাউজানের পুর্ব গুজরা ইউনিয়ন আওয়ামী লীগের নব নির্মিত কার্যলয় ও পুর্ব গুজরা পুলিশ তদন্ত ফাড়ি ভবন উদ্বোধন করবেন । পরে রাউজানের পাহাড়তলী এলাকায় ফায়ার ষ্টেশন, সহকারী পুলিশ সুপারের কার্য়লয়ের ভবনের ভিত্তিপ্রস্থর প্রদান করবেন । শেষে রাউজানের নোয়াপাড়ায় দক্ষিন রাউজান প্রশাসনিক থানা ভবনের ভিত্তিপ্রস্তর প্রদান ও নোয়াপাড়া পুলিশ ফাড়ী, শেখ কামাল অডিটেরিয়াম কমপ্লেক্স ভবন পরিদর্শন করবেন । স্বরাস্ট্র মন্ত্রী আসাদুজ্জমান খান কামালের রাউজান আগমন উপলক্ষে গতকাল ৫ মার্চ সকাল দশটার সময় রাউজান উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা রাউজান উপজেলা পরিষদ হলে অনুষ্টিত হয় । রাউজান উপজেলা নির্বাহী অফিসার শামীম হোসেন রেজার সভাপতিত্বে অনুষ্টিত প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার বাবুল, রাউজান উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফৌজিয়া খানম মিনা, রাউজান থানার ওসি কেপায়েত উল্ল্রাহ, রাউজান হাইওয়ে থানার ওসি জহির উদ্দিন, রাউজান পৌরসভার ২য় প্যনেল মেয়র জমির উদ্দিন পারভেজ, চেয়ারম্যান আলহাজ¦ দিদারুল আলম, আব্বাস উদ্দিন আহম্মদ, নুরুল আবছার বাশিঁ, বিএম জসিম উদ্দিন হিরু, সুকুমার বড়–য়া, রোকন উদ্দিন, রাউজান পৌরসভার কাউন্সিলর জানে আলম জনি, মািহলা কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস ডলি, নাসিমা আকতার সহ উপজেলা প্রশাসেন কর্মকর্তারা । সভায় স্বরাস্ট্র মন্ত্রী আসাদুজ্জমান খান কামাল রাউজানের যে সব অনুষ্টানে যাবেন অনুষ্টানকে সফল করার জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহন করা হয় । সভায় আগাম,ী ৭ মার্চ ভাষন দিবস, ১৭ মার্চ জাতির জন্ক বঙ্গবন্দ্বু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জম্মদিন ও জাতিয় শিশু দিবস, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও ১০ মার্চ জাতিয় দুয়োর্গ দিবস পালনের জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয় ।










