নিজস্ব প্রতিবেদক: দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করায় চট্টগ্রাম দক্ষিণ জেলার ৪ নেতা-নেত্রীকে বহিষ্কার করেছে বিএনপি। গতকাল দলের সহ-দপ্তর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন- লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম ছলিম উদ্দিন চৌধুরী প্রকাশ খোকন চৌধুরী, পটিয়া উপজেলা বিএনপি নেত্রী আফরোজা বেগম জলি, চন্দনাইশ উপজেলা বিএনপি নেত্রী শাহ নেওয়াজ বেগম ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি নেত্রী শাহিদা আকতার শেফু। বিবৃতিতে বলা হয়, উল্লিখিতদের দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বহিস্কারের বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম।