এম মফজল আহমদ’র ইন্তেকাল

বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প কর্পোরেশনের সাবেক চেয়ারম্যান ও সরকারের সাবেক অতিরিক্ত সচিব এবং বাঁশখালী মধ্যম সরল বাইতুল হামিদ তালিমুল কোরআন মাদ্রাসা ও এতিম খানার প্রতিষ্ঠাতা আলহাজ্ব এম মফজল আহমদ (৭৫) মঙ্গলবার দুপুর ১টায় ঢাকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি—– রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী তিন ছেলে ও এক কন্যাসহ অনেক আত্মীয়-স্বজন রেখে যান। এম মফজল আহমদ বাঁশখালী মধ্যম সরল নিবাসী মরহুম হাজী আব্দুল হামিদের প্রথম পুত্র। কাল বুধবার বেলা ১১টার সময় বাঁশখালী মধ্যম সরল বায়তুল হামিদ তালীমুল কুরআন মাদরাসা ও মসজিদ মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
এম মফজল আহমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন তাঁর প্রতিষ্ঠিত বায়তুল হামিদ মাদরাসা ও এতিমখানার পরিচালক মাওঃ নিজামুদ্দীন আল-হোসাইনী, মসজিদ ও মাদ্রাসার মুতাওয়াল্লী মাওঃ মাহবুবুল হাসান, মাদরাসা পরিচালনা কমিটির সকল সদস্যবৃন্দ। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।