মিরসরাই উপজেলায় ২১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আটককৃতরা হলেন- হেলাল উদ্দিন ও মো. এনামুল হক।
আজ (৫ মার্চ) মঙ্গলবার ভোররাতে উপজেলার জোরারগঞ্জ থানার রাবইয়ারহাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক হেলাল উদ্দিন চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ এলাকার আমির হোসেনের ছেলে ও মো. এনামুল হক একই এলাকার মো. ওবাইদুল হকের ছেলে।
র্যাব-৭ এর মিডিয়া অফিসার মো. মাশকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানার রাবইয়ারহাট এলাকা থেকে ২১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন, নগদ টাকা ও গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে। আটককৃতরা গাঁজাগুলো কুমিল্লা থেকে চট্টগ্রামে নিয়ে আসছিলেন বলে জানান তিনি।