সেতুমন্ত্রী ওবায়দুল কাদের’র রোগমুক্তি কামনা সিটি মেয়রের

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপির রোগমুক্তি কামনায় চট্টগ্রামবাসীর দোয়া চেয়েছেন মেয়র আ জ ম নাছির উদ্দীন।

রোববার (৩ মার্চ) এক বিবৃতিতে তিনি দোয়া কামনা করেন। বিবৃতিতে মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেন, সকালে ফজরের নামাজের পর শ্বাস-প্রশ্বাসে সমস্যা হওয়ায় ওবায়দুল কাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে সিসিইউতে রাখা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।