চট্টগ্রামের হাটহাজারী উপজেলার সরকারহাটে সড়ক ও জনপথ বিভাগের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে প্রশাসন।
রোববার (৩ মার্চ) সকাল সোয়া ৯টায় হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিনের নেতৃত্ব এ অভিযান শুরু হয়। অভিযানে ২টি এস্কেভেটর নিয়ে ৫০ জন শ্রমিক কাজ করছেন।
হাটহাজারীর ইউএনও রুহুল আমিন বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরুর আগে দখলদারদের নোটিশ দেওয়া হয়েছিল নিজ দায়িত্বে মালামাল সরিয়ে নেওয়ার জন্য। নির্ধারিত সময় শেষে এ অভিযান পরিচালিত হচ্ছে।
তিনি জানান, বেলা সোয়া ১১টা পর্যন্ত অর্ধশতাধিক পাকা স্থাপনা আমরা গুঁড়িয়ে দিতে সক্ষম হয়েছি। পুলিশ, ফায়ার সার্ভিস, ইউপি চেয়ারম্যান, সদস্যসহ স্থানীয় লোকজন অভিযানে সহায়তা করছেন।