সাংবাদিক মহিনের দাদীর ইন্তিকাল

সাংবাদিক মহিউদ্দিন মহিনের দাদী আজব খাতুন আর নেই (ইন্না….রাজেউন)। ২রা মার্চ শনিবার রাত ১১টা১২ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

দাদী আজব খাতুন(১০০) হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ৩নং ওয়ার্ড় উদালিয়া গ্রামের মুন্সি মাহামুদুল হকের বাড়ীর মরহুম মুন্সি মাহামুদুল হকের স্ত্রী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রয়াত সহকারী কমাণ্ডার সেকান্দর মিয়ার মাতা ও সাংবাদিক মহিনের দাদী।

কাল ৩রা মার্চ রবিবার সকাল ১১টার সময় মুন্সি মাহামুদুল হকের ঘাটায় জিননুরাইন জামে মসজিদের সামনে তাহার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

তিনি দীর্ঘদিন ধরে শ্বাস কষ্ট ও নানা রোগে ভোগছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে

ফরহাদাবাদের ইউপি চেয়ারম্যান মোঃ ইদ্রিস মিয়া তালুকদার তার মৃত্যুতে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

এ মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন প্রিয় চট্টগ্রাম ও নিউজ চট্টগ্রাম এর নির্বাহী সম্পাদক মির্জা ইমতিয়াজ শাওন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ,ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ কমাণ্ড,উপজেলা বীর মুক্তিযোদ্ধার সন্তানদের নবগঠিত ইউনিট আহবায়ক কমিটি ও সকল বীর মুক্তিযোদ্ধার সন্তানবৃন্দ এবং উপজেলা মুক্তির সংগ্রাম পাঠচক্র।