বাঁশখালীতে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১

নিজস্ব প্রতিবেদক: বাঁশখালীতে যাত্রীবাহী বাস উল্টে ১ ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম আনছার(৫০) ।

শনিবার (২ মার্চ) বিকাল ৩টার দিকে বাণীগ্রাম এলাকার বাইন্নারদীঘি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০
/১২ জন যাত্রী।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার জানান, বাণীগ্রামে একটি যাত্রীবাহী বাস উল্টে ৫০ বছর বয়সের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এতে গুরুতর আহত হয়েছেন আরো একজন। নিহত ব্যক্তির পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি।