প্রতিবন্ধী দম্পতি পেলো নতুন ঘর

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ রাউজানে শারিরিক প্রতিবন্ধী ছোটন দাশ ও তার প্রতিবন্দ্বী স্ত্রী অনিমা দাশ সাংসদ ফজলে করিম চৌধুরীর নির্মান করে দেওয়া সেমিপাকাঘর পেয়ে আনন্দে আর্ত্নহারা । রাউজান পৌরসভার ৫নং ওয়ার্ডের নন্দী পাড়া কালী বাড়ী মন্দিরের পাশের বাসিন্দ্বা ছোটন দাশ ও তার স্ত্রী অনিমা দাশ শারিরিক প্রতিবন্দ্বী । ছোটন দাশ ও তার স্ত্রী অনিমা দাশ শারিরিক প্রতিবন্দ্বী হলে ও তারা দুজনেই ঘরে বসে পাটি তৈয়ারী করে ও এলাকার মানুষের সহায়তায় জীবন যাপন করেন । প্রতিবন্দ্বী ছোটন দাশ ও তার স্ত্রী অনিমা দাশ জরার্জিন ঘরে ছেলে মেয়ে নিয়ে বসবাস করে আসছে । সম্প্রতি প্রধান মন্ত্রী শেখ হাসিনা সারা দেশে গৃহহীনদের ঘর নির্মান করার উদ্যোগে নিলে রাউজানে সরকারী অর্থায়নে ১৪ ইউনিয়নে ১৪টি রাউজান পৌরসভায় চারটি সেমি পাকাঘর নির্মান করে দেয় । পুবেই রাউজানের ১৪টি ইউনিয়নে প্রধান মন্ত্রীর কার্যলয়ের অর্থায়েনে ১শত দরিদ্র পরিবারকে টিনের ছাউনি ও টিনের বেড়া দিয়ে ঘর নির্মান করে দেওয়া হয় । এবি ফজলে করিম ফাউন্ডশন থেকে ৩টি সেমিপাকাঘর নির্মান করে দিয়েছেন ৩টি দুিরদ্র পরিবারকে । প্রধান মন্ত্রী শেখ হাসিনা গৃহহীনদের ঘর নির্মান করার প্রকল্পকে অনুসরন করে রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি রাউজানের ১৪টি ইউনিয়নে ২৮টি রাউজান পৌরসভার ৯টি ওয়ার্ডে ২২টি সেমিপাকাঘর নির্মান করছে। এছাড়া ও রাউজান উপজেলঅ চেয়ারম্যান এহেসানুল হায়দার বাবুল ২টি, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ’ সমিতি ২ একটি, রাউজান উপজেলা অফিসার্স ক্লাব ১টি সেমিপাকাঘর নির্মান করে দিচ্ছেন অসহায় দরিদ্র পরিবারকে । রাউজান উপজেলা ১৪টি ইউনিয়ন ও পৌর এলাকার ৯টি ওয়ার্ডে ৫৪টি সেমিপাকাঘর নির্মান কাজ চলছে দ্রুত গতিতে । দরিদ্র গৃহহীন পরিবারের জন্য নির্মান করা সেমি পাকাঘর নির্মান কাজের তদারকি করছেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ ও রাউজান উপজেলা যুবলীগের সভাপতি রাউজান পৌরসভার ২য় প্যনেল মেয়র জমির উদ্দিন পারভেজ । দরিদ্র গৃহহীন পরিবারের জন্য নির্মান করা ৫৪ টি সেমি পাকাঘরের মধ্যে ১টি সেমি পাকাঘর নির্মান করে দিচ্ছেন রাউজান পৌরসভার ৫নং ওয়ার্ডের নন্দী পাড়া কালী বাড়ী মন্দিরের পাশের বাসিন্দ্বা প্রতিবন্দ্বী ছোটন দাশ ও তার স্ত্রী প্রতিবন্দ্বী অনিমা দাশকে । প্রতিবন্দ্বী ছোটন দাশ ও তার স্ত্রী প্রতিবন্দ্বী অনিমা দাশ তাদের ছেলে মেয়েকে নিয়ে থাকার জন্য নির্মান করা সেমি পাকাঘর পেয়ে আনন্দে আর্ত্নহারা হয়ে পড়েছে । প্রতিবন্দ্বী ছোটন দাশ বলেন, আমি একজন শারিরিক প্রতিবন্দ্বী । আমার স্ত্রী অনিমা দাশ ও শারিরিক প্রতিবন্দ্বী । আমার ছেলে মেয়ে নিয়ে জরাজীর্ন ঘরের মধ্যে বসবাস করে আসছি । আমাকে আমার পরিবারের সদস্যদের বসবাসের জন্য সেমি পাকাঘর নির্মান করে দেওয়ায় আমি ও আমার পরিবারের সদস্যরা সাংসদ ফজলে করিম চৌধুরী ও রাউজান পৌরসভার প্যনেল মেয়র জমির উদ্দিন পারভেজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ বলেন, রাউজানে গৃহহীর দরিদ্র পরিবারের জন্য ৫৪টি সেমি পাকাঘর নির্মান কাজ চলছে । রাউজান পৌরসভার প্যনেল মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন, রাউজানের সাংসদ ফজলে করিম চৌধুরী রাউজানে ৫৪টি সেমিপাকাঘর নির্মান করে দিচ্ছেন দরিদ্র গৃহহীন পরিবারকে ।