অবৈধভাবে রাস্তা দখলের দায়ে ১৫ ব্যক্তির বিরুদ্ধে মামলা ও জরিমানা

নগরীর পাঁচলাইশ থানাধীন মুরাদপুর হতে আতুরার ডিপো পর্যন্ত হাটহাজারী রোডে অবৈধভাবে গাড়ী পার্কিং করে যানজট সৃষ্টি ও রাস্তায় ব্যবসা পরিচালনা করে জন দূর্ভোগ সৃষ্টির দায়ে ১৫ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ৪৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী’র নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করেন।