লোহাগাড়ায় ৭ অবৈধ ইটভাটাকে ৬ লক্ষ টাকা জরিমানা

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বিভিন্ন এলাকার অবৈধ ইটভাটায় ফের অভিযান চালিয়ে উপজেলা প্রশাসন। এ সময় সাত অবৈধ ইটভাটা মালিককে বিভিন্ন অভিযোগে ৬ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। আজ মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দিনব্যাপী অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: আহসান হাবীব জিতু। এ সময় সাথে ছিলেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নীলুফা ইয়াসমিন চৌধুরী, লোহাগাড়া থানার এসআই অজয় দেব শীল, চুনতি ভূমি অফিসের সহকারী কর্মকর্তা শরফুদ্দিন খাঁন সাদি ও উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সিএ সমির চক্রবর্তী। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান হাবীব জিতু জানান, পরিবেশের জন্য ক্ষতিকর এবং সরকারিভাবে নিষিদ্ধ বিভিন্ন কার্যক্রম বন্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। নির্দেশনা অমান্য করে ইটভাটা পরিচালনা, ইটভাটা প্রস্তুত আইন ২০১০ এর ধারামতে উপজেলার চরম্বা ইউনিয়নের বশির কোম্পানীর মালিকানাধীন এলবিএম ব্রিকসকে ১ লক্ষ টাকা, আইয়ুব মেম্বারের মালিকানাধীন এবিএম ব্রিকসকে ৫০ হাজার টাকা, নুরুল কবির সওদাগরের মালিকানাধীন এনকে ব্রিকসকে ১ লক্ষ টাকা, নুরুল ইসলাম কোম্পানীর মালিকানাধীন এসবিএল ব্রিকসকে ৫০ হাজার টাকা, আধুনগরের পদ্মাবিলে শাহাব উদ্দিন কোম্পানীর মালিকানাধীন কিউবিএম ব্রিকসকে ১ লক্ষ টাকা, লোহাগাড়া উপজেলা সদরের সৈয়দ আহমদ মাস্টারের মালিকানাধীন এলবিসি ব্রিকসকে ১ লক্ষ টাকা, খাইর আহমদের মালিকানাধীন কেএনবি ব্রিকসকে ১ লক্ষ টাকাসহ মোট ৭টি ইটভাটাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।