চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার ১৪ নম্বর নানুপুর ও নবগঠিত ২১ নম্বর খিরাম ইউনিয়ন পরিষদের নির্বাচন বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি)। দীর্ঘ দেড়যুগ পর এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া একইদিন রোসাংগিরি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
নানুপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সৈয়দ ওসমান গণি বাবু (নৌকা) ও স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ জাকারিয়া (আনারস)। ৯টি ওয়ার্ডে পুরুষ সদস্য প্রার্থী ৩৯ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী ৯ জন।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, নানুপুর ইউনিয়নের ১ নম্বর সাধারণ ওয়ার্ডে তৌহিদুল আলম ও ৩ নম্বর সংরক্ষিত ওযার্ডে সৈয়দা নাজমা আক্তার বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য নির্বাচিত হয়েছেন।
এই ইউনিয়নে মোট ভোটার ১৮ হাজার ৬০৭ জন। পুরুষ ভোটার ৯ হাজার ৭৭১ জন ও মহিলা ভোটার ৯ হাজার ২৩৬ জন। প্রতি ওয়ার্ডে একটি করে মোট ভোটকেন্দ্র ৯টি।
খিরাম ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ জন। তারা হলেন-আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুহাম্মদ শহীদুল আলম (নৌকা), স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ সোহরাব হোসাইন (আনারস) এবং প্রার্থী স্বরবিন্দু চাকমা (ঘোড়া)। ৯টি ওয়ার্ডে পুরুষ সদস্য প্রার্থী ৩০ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী ১২ জন।
ইউনিয়নটিতে মোট ভোটার ৭ হাজার ৭২ জন। পুরুষ ভোটার ৩ হাজার ৬০৭ জন ও মহিলা ভোটার ৩ হাজার ৪৬৫ জন। এখানেও মোট ভোটকেন্দ্র ৯টি।
রোসাংগিরি ইউনিয়নে ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শফিউল আলম বাবুলের মৃত্যুতে পদটি শূন্য হওয়ায় ওই ওয়ার্ডে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রতিদ্বন্দ্বিতা করছেন দুইজন প্রার্থী। ভোটকেন্দ্র রোসাংগিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়। তিনটি ইউনিয়নেই সকাল থেকে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।