পেকুয়া প্রতিনিধি:
পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন ফরম জমা দিলেন উপজেলা ছাত্রলীগের সি:সহসভাপতি ঘাতকের হাতে নির্মমভাবে নিহত উপজেলা আ’লীগের সাবেক সভাপতি আ.ক.ম শাহাব উদ্দিন ফরায়েজির সুযোগ্য পুত্র মেহেদী হাসান ফরায়েজি। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) তার কর্মী সমর্থক নিয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলামের হাতে মনোনয়ন ফরম জমা দেন।
এর আগে দলীয় কর্মী সমর্থক ও স্থানীয় এলাকাবাসী নিয়ে ভাইস-চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন ফরম ক্রয় করেন। মনোনয়ন ফরম নেওয়ার পর থেকে উপজেলার বিভিন্ন এলাকায় তাকে বিজয়ী করতে স্থানীয় এলাকাবাসী কাজ করে যাচ্ছেন। এছাড়াও তার পিতার সৎ রাজনীতি ও সৎ মানুষ হিসাবে অধিক পরিচিতিই তাকে ভাইস-চেয়ারম্যান পদে বিজয়ী করতে দলীয় নেতাকর্মীরা একজোট হয়ে কাজ করে যাচ্ছেন।
এদিকে মনোনয়ন ফরম জমা দেওয়ার পর সাংবাদিকদের বলেন, আমার পিতা বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে সৎ রাজনীতি করে গেছেন। তাকে নির্মমভাবে হত্যা করার পর মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় আ’লীগ নেতৃবৃন্দের সহযোগিতা পেয়েছি। পিতার মৃত্যুর পর এলাকাবাসীরও অনেক সহযোগিতা পেয়েছি। এবার সকলের সহযোগিতা নিয়ে ভাইস-চেয়ারম্যান প্রার্থী হয়েছি। সকলের দোয়ায় বিজয় ইনশাল্লাহ।
এসময় টইটং ইউপির চেয়ারম্যান ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম চৌধুরী, ইউপি সদস্য শাহাব উদ্দিনসহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।