হোয়াটসঅ্যাপ: কম্পিউটারেও অডিও ও ভিডিও কল

স্মার্টফোনের মতো কম্পিউটারেও অডিও ও ভিডিও কল ফিচার সাপোর্ট করছে হোয়াটসঅ্যাপ ডেক্সটপ অ্যাপ।

ওয়েবেটাইনফো জানিয়েছে, ইতোমধ্যে অডিও ও ভিডিও কলের ফিচারটি ডেক্সটপ অ্যাপে পৌঁছাতে শুরু করেছে। তবে খুব অল্প সংখ্যক ব্যবহারকারীই এর আপডেট পাবেন। আপডেটটি আসলে সার্চ আইকনের পাশে অডিও ও ভিডিও কলের বাটন দেখতে পাবেন ব্যবহারকারীরা। কল আসলে পপআপ উইন্ডো দেখা যাবে। এতে কল ধরার বা কেটে দেওয়ার অপশন থাকবে। শুধু প্রাইভেট চ্যাটে নয়, গ্রুপ চ্যাটেও অডিও ও ভিডিও কল দেওয়া যাবে।

ফিচারটি ব্যবহার করতে অবশ্যই স্মার্টফোনের অ্যাপের সঙ্গে কম্পিউটারের অ্যাপটি কানেক্ট করতে হবে। ডেক্সটপের হোয়াটসঅ্যাপ অ্যাপটি থার্ডপার্টি ক্যামেরা ও মাইক্রোফোন সাপোর্ট করবে কিনা তা এখনো জানা যায়নি।

করোনাভাইরাস ছড়ানোর পর ভিডিও কলিং অ্যাপের ব্যবহার বেড়ে যায়। সামাজিক যোগাযোগ রক্ষার্থে মানুষ এখন অডিও বা ভিডিও কলের উপর অন্য যেকোনো সময়ের তুলনায় বেশি নির্ভরশীল। তাই ফোনের মতো হোয়াটসঅ্যাপ ওয়েবেও কল করার সুবিধা এনেছে হোয়াটসঅ্যাপ।